গত ২৬শে এপ্রিল কেরানী গঞ্জের শরিফ ফুডকোট এন্ড ড্রিমপার্কে
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি(বাপসা) ঢাকা জেলা শাখার আয়োজনে বাপসার ঢাকা জেলা ও উপজেলা কমিটি পুনগঠন ঈদ পূর্ণমিলনী সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে(১) নিম্নলিখিত বিষয়গুলি অগ্রধিকার ভিক্তিতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়(২) বাপসা ঢাকা জেলা ও উপজেলা কমিটি পুর্ণগঠন( ২) অস্থায়ী কার্যালয় নির্ধারন দশম গ্রেড ও পদবী পরিবর্তন সহ অন্যান্য দাবির বিষয়ে আলোচনা করা হয়।