জন্ম নিবন্ধন ও এনআইডি নিয়ে জনগণের মিশ্র প্রতিক্রিয়া বা ক্ষোভের শেষ নাই প্রথম থেকেই । জনগণের অভিযোগ, তথ্য সংগ্রকারীরা বা ডাটা এন্ট্রি অপারেটররা ভূল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করায় উক্ত সেবা মাধ্যম দুটিতে প্রচুর ভুল। আর এর দায় গিয়ে পড়ে ইউনিয়ন পরিষদ এর উপর। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন, কাউন্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়াডের কুমারবাড়ি মোজার একজন বাসিনা রিপন মিয়া তার মৃত পিতাকে জন্ম জন্ম নিবন্ধনে জীবিত বানানোর আবদার নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন।